চারুকলার জন্মদিনে করোনা সচেতনতা : গুজবে কান দেবেন না

Social

নিউজ সোশ্যাল বার্তা : শহরের মধ্যে নেই কোনো আর্টগ্যলারী। প্রদর্শনী করলে যেতে হয় শহরের বাইরে।আঁকা ছবির কোনো কদর নেই এখানে। হারিয়ে যাচ্ছে শিল্পীরা।যে ছবি প্রতিদিন শিল্পীর রঙ তুলিতে প্রাণ পায় তা আজ হারিয়ে যাচ্ছে। ভাবনাটা ছিলো অনেকদিনের, একদিন তা রুপ পেলো ১৫ জন যুবকের হাত ধরে।আস্তে আস্তে গড়ে উঠলো কৃষ্ণনগর চারুকলা সোসাইটি। শুধু ছবি আঁকা নয়, প্রথম পথ প্রদর্শণী দিয়ে শুরু হয় যাত্রা ১৬ ই মার্চ ২০১৮ এ নৃসিংদেব তলা প্রাঙ্গনে।

সকলের পেশা নেশা ছবি আঁকা। মাথার ওপর কোনো ছাদ নেই, তাই দলের আলোচনা সারতে হয় কারও বাড়ির ছাদ বা রাস্তার ধারে। পাবলিক আর্ট,মুক্তচিত্র প্রদর্শনী, কর্মশালা, অঙ্কন প্রতিযোগীতা,বিশিষ্ট শিল্পীদের জন্মদিন পালন, শহরের বেশ কিছু স্থাপত্যকে সকলের সামনে নিয়ে আসা, পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করাই চারুকলা সোসাইটির মূল উদ্দেশ্য।

২০১৯ এ ১৪ ই এপ্রিল ৫০০ কিমি রাস্তায় আলপনা দিয়ে বিশ্বশিল্পকলা দিবসে IAA india ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে কৃষ্ণনগর চারুকলা সোসাইটি কলকাতা ও পুনের সাথে ইউনেস্কোর পেজে বিশ্বদরবারে তিন নম্বরে জায়গা করে শহরে দৃষ্টান্ত স্থাপন করে। তাই জন্মদিন পালনে তারা মানুষের কাছে একটু সচেতনতার বার্তা দিলো, তাদের সদস্যরা। সকলে ভালো থাকবেন, গুজব ছড়াবেন না, নিজেরা সচেতন হোন, সুস্থ থাকুন।

আজ বিশ্ব এক মারন ভাইরাসে আক্রান্ত, সকল কে সচেতন থাকার বার্তা দিয়ে এক অভিনব উদ্যোগ নিলো কৃষ্ণনগর চারুকলা সোসাইটির সদস্যরা।

Leave a Reply