নিউজ সোশ্যাল বার্তা: গতকাল থেকে একজন অসুস্থ বৃদ্ধ ব্যক্তি রানাঘাট দেবনাথ হাই স্কুলের সামনে পড়ে ছিল।যাতায়াতের পথে অনেকে দেখেছেন, আবার অনেকে দেখেও না দেখার ভান করে চলে গেছেন ।
নজর এড়ায়নি রানাঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক রানাঘাট এর সদস্য চন্দন বাবুর। দেখা মাত্রই চন্দন বাবু ফোন করেন সংস্থার অন্যতম সুভাষ নাথ বাবুর কাছে । সুভাষ বাবু চলে আসেন ঘটনাস্থলে । তিনি লক্ষ্য করেন বৃদ্ধর শারীরিক ও পোশাক-আশাকের অবস্থা খুব খারাপ ।
সংস্থাটির পক্ষ থেকে ওই বৃদ্ধ ভদ্রলোকের জন্য নতুন লুঙ্গি, জামা এবং তোয়ালে র ব্যাবস্থা করা হয়। কিন্তু এর পর?
সংগঠনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রানাঘাট থানায় যোগাযোগ করেন সদস্যা বাবলি ব্যানার্জি । সমস্ত ঘটনাটি শোনার পরে রানাঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ রাজকুমার মালাকার নিজ দায়িত্বে পুলিশ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন এমনকি থানার ষ্টাফও পাঠান ঘটনাস্থলে ।
থানা থেকে আসা পুলিশ কর্মীরা খুব যত্ন সহকারে বৃদ্ধ লোকটিকে পরিস্কার করে অ্যাম্বুলেন্সে করে রানাঘাট হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন।
এখনো অবধি বৃদ্ধ মানুষটির বাড়ি কোথায় তার খোঁজ পাওয়া যায়নি । সংগঠনের পক্ষ থেকে রানাঘাট থানার আইসি রাজকুমার মালাকার মহাশয় সহ সমস্ত পুলিশকর্মীদের অভিনন্দন জানানো হয় । তাই পুলিশ মানেই সবাই খারাপ এই ভ্রান্ত ধারণা দূর করুন। পুলিশ ও কারো পিতা,মাতা,ভাই বা বোন তাদেরও হৃদয় আছে। পরিবারের অনেক কিছু ত্যাগ করে তারাও নাগরিক সমাজকে অনেক কিছু দেয় ।