বিধায়ক সমীর কুমার পোদ্দারের বিধানসভা এলাকা রানাঘাট উত্তর পূর্ব’র স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হলো নদীয়ার বগুলায়

Social

নিউজ সোশ্যাল বার্তা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী গত মাসের ২রা মার্চ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৭৫ দিনের একটি কর্মসূচির নির্দেশিকা দিয়েছিলেন।

নেত্রীর নির্দেশ মতই “বাংলার গর্ব মমতা”
প্রথম পর্যায়ের তৃতীয় পর্ব-স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠিত হল নদীয়া জেলার
রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার অন্তর্গত বগুলা প্রভা লজে। তালিকা ভুক্ত কর্মীদের পুষ্পস্তবক ও উত্তরীয় তুলে দেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক মাননীয় সমীর কুমার পোদ্দার মহাশয়।

এই স্বীকৃতি সম্মেলনে উপস্থিত ছিলেন হাঁসখালী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক শেখর বিশ্বাস, হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া মুনমুন বিশ্বাস, জেলা পরিষদের সদস্য কল্যাণ কুমার ঢালি, গ্রাম পঞ্চায়েত প্রধান রত্না ঢালি, জুলফিকার আলী ধাবক, জয় প্রকাশ লস্কর সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা।

যাদের জন্য এই স্বীকৃতি সম্মেলনের আয়োজন সেই পুরনো কর্মীদের মধ্যে তালিকাভুক্ত ৫৫ জন জনের মধ্যে ৫২ জনই উপস্থিত ছিলেন। আজকের এই স্বীকৃতি সম্মেলনে কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ।

Leave a Reply