নিউজ সোশ্যাল বার্তা: প্রেম নগরের বৃদ্ধ দম্পতির কথা অনেকেই শুনেছেন । যাদের দারিদ্রতার বেদনা ভরা কাহিনী বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছিল । এবার নদীয়া গাড়াপোতার প্রেমনগরের সেই অসহায় বৃদ্ধ দম্পতির বাড়িতে পাশে দাঁড়ালো “স্বপ্ন নয় বাস্তব” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ।
গতকাল একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌঁছে গিয়েছিল তাদের বাড়িতে নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যতটা সম্ভব দিয়ে এসেছেন ওনাদের হাতে ।
সংস্থার সদস্যদের সাথে কথা বলে জানা গেল -শুধু একবার নয়, প্রতি দেড়মাস অন্তর তারা এভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবেন । ওই বৃদ্ধ দম্পতির বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে বাড়িতে বিদ্যুৎ থাকলেও কিন্তু নেই কোনো ফ্যান, আছে শুধুমাত্র একটি লাইট । “স্বপ্ন নয় বাস্তব” সংস্থাটি খুব তাড়াতাড়ি একটা ফ্যান দিয়ে আসবে বলে অঙ্গীকার করেছেন ।
সংস্থার সদস্যরা নিজেরা ছাড়াও অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে অর্থ সংগ্রহ করে এই সাহায্য করেছেন ।
বৃদ্ধার স্বামী হাজারী বিশ্বাস বর্তমানে কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন ।
। এই কাজে যারা সাহায্য করেছিলেন সকলের মনুষ্যত্ববোধের নিঃস্বার্থ প্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন সংস্থার সম্পাদক । আপনারাও চাইলে সাহায্য করতে পারেন এই বৃদ্ধ দম্পতিকে ।