মলয় দে ,নদীয়া : নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের হাত ধরে কংগ্রেস, বিজেপি , সিপিআইএম ছেড়ে ৫০০ ‘র বেশি কর্মী যোগ দিল তৃণমূল কংগ্রেসে।
গতকাল ১১ই মার্চ ২০২০ ধুবুলিয়ায় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস থেকে কৃষ্ণনগর ২ নং পঞ্চায়েত সমিতির সদস্যা সোমা খাতুন মোল্লা ও নওপাড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্য আসিফ ইকবাল মন্ডল,বিজেপি থেকে সুনীল সাঁতরা, তাপস সাঁতরা, সিপিআএম থেকে গীতা সরকার ও নীলু ভৌমিক তাদের দলীয় কর্মী-সমর্থকদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
পতাকা তুলে দেন দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ও বিধায়ক উজ্জ্বল বিশ্বাস মহাশয় ।
এ প্রসঙ্গে মাননীয় মন্ত্রী বলেন “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে কংগ্রেস, সিপিএম ও বিজেপি ছেড়ে অনেকেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । ভারতবর্ষের অখন্ডতা রক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে লড়াইয়ের মাধ্যমে অসহিষ্ণুতা আমাদের রুখতে হবে । বাংলার গর্ব মমতা । তাই মমতা বন্দ্যোপাধ্যায় কে সামনে রেখেই বাংলার উন্নয়নে এগিয়ে যেতে হবে । সারা ভারতবর্ষের মধ্যে যদি সাধারণ মানুষের জন্য কেউ লড়াই করে থাকেন তাহলে তাহলে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়”।