“করোনা” সচেতনতা বাড়াতে, পথচলতি মানুষের মধ্যে  মাস্ক বিতরণ ছাত্রদের

Social

মলয় দে নদীয়া:-জনসচেতনতা বৃদ্ধিতে, আজ সকাল আটটায় শান্তিপুর কাশ্যপপাড়া বাজার সংলগ্ন এলাকায়, একটি সামাজিক সংগঠন ইচ্ছা র কিছু ছাত্র মাস্ক পরিয়ে, সচেতন বার্তা প্রচার করলো ক্রেতা-বিক্রেতা, এবং সাধারন পথচলতি মানুষের কাছে।

সংগঠনের পক্ষ থেকে আইনের ছাত্র পলসন ঘোষ জানান “৬-৭ দিন আগেই কর্মসূচি নিয়ে ছিলাম আমরা, কিন্তু সরকারি ভাবে মেলেনি মাস্ক। এমনকি দাম ছাড়াও অতিরিক্ত দামে, কিনতে হচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না যথেষ্ট পরিমাণে। এ বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করি।”
শুভজিৎ শুভঙ্কর, সুকান্ত ,শুভ্র, সকলেরই একটাই আশা, সরকারিভাবে বিতরনের সুযোগ মিলবে কবে?

Leave a Reply