প্লাস্টিক বর্জনের আহব্বানে দীর্ঘ ৪৩ কিমি পাহাড়ি রাস্তা পরিক্রমণ গোত্রহীন এর

Social

প্রীতম ভট্টাচার্য : পাহাড়ের অপরূপ সৌন্দর্যের আকর্ষণ সবাইকে টানে, বার বার পাহাড়ি রূপ পরিদর্শন করার জন্য মানুষ ছুটে যায়,গ্রহণ করে তার দৃশ্যরূপ। কিন্তু সে পথে যদি থাকে প্লাস্টিক ?

নদীয়া জেলার কৃষ্ণনগর গোত্রহীন নামক একটি বন্ধুত্বপূর্ণ গ্রুপ তাদের ১১জন মেম্বার কে নিয়ে পাহাড়ি সৌন্দর্যের অপরূপ রূপ দর্শনের পাড়ি দেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্ডাকফু।

সান্দাকফুতে পৌঁছানোর মাধ্যম হিসাবে বেচে নেয় ট্রেকিং সেই সাথে পাহাড় কে প্লাস্টিক বিহীন করতে চলতি পথে অন্যান্য ট্রেকার দের কাছে ও পর্যটকদের কাছে সেই বার্তা পৌঁছে দেয়।

এই গ্রূপের অন্যতম সদস্য দেবাশীষ বিশ্বাস ও উজ্জ্বল ঘোষের নেতৃত্বে গত ৯ই মার্চ ২০২০ সকাল ১০ টায় দার্জিলিং জেলার অন্তর্গত ধোত্রে থেকে গোত্রহীনের সদস্যরা সান্ডাকফুর উদ্দেশ্যে ট্রেকিং শুরু করেন এবং পর্যায়ক্রমিক টংলু, তুমলিং , কালোপোকরি,গৌরীবাস ট্রেকিং করে গোত্রহীনের সদস্যরা গত ১১ ই মার্চ ২০২০ সান্ডাকফু পৌঁছায় ।

এরপর গুরদুম হয়ে শ্রীখোলা তারা ১৩ই মার্চ ২০২০ তাদের ট্রেকিং শেষ করে। এই পাহাড়ী দীর্ঘ ৪৩ কিমি যাত্রা পথে গোত্রহীনের মেম্বারদের মূল্য লক্ষ্য ছিলো চলতি পথের অন্যান্য পর্যটকদের ও ট্রেকারদের কাছে পাহাড় কে প্লাস্টিক মুক্ত করার বিশেষ বার্তা মুখে মুখে প্রদান করা সেই সাথে নোংরা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার সচেতনতা বৃদ্ধি করা ও পাহাড়ের সৌন্দর্য বজায় রাখা।

গোত্রহীনের মেম্বারদের পরবর্তী লক্ষ্য বিশেষ বার্তা নিয়ে তারা অন্যান্য একাধিক পাহাড়ে ট্রেকিং করার জন্য নিজেদের প্রস্তুত করবেন।

Leave a Reply