নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে রাধামাধব কে হাতির পিঠে আরোহন করিয়ে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা

Social

মলয় দে, নদীয়া:- বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে রাধামাধব কে সুসজ্জিত হাতির পিঠে আরোহন করিয়ে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির ক্যাম্পাসে সংকীর্তন শোভাযাত্রা করা হলো। উপস্থিত অসংখ্য দেশি-বিদেশি ভক্তরা। গত রাস পূর্ণিমা উপলক্ষে শুরু হয়েছে প্রতি শনিবার করে ইসকনের মূল মন্দির থেকে রাধামাধব কে হাতির পিঠে চাপিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু করে দীর্ঘ এক ঘন্টা ধরে চলে এই শোভাযাত্রা। তাই বিকেল থেকেই সেজে ওঠেছে মায়াপুর ইসকন মন্দিরের বিভিন্ন এলাকা। সেখানে দেশি-বিদেশি ভক্তরা নিজেদের হাতে তৈরি আল্পনায় সাজিয়ে তোলা হচ্ছে মায়াপুর ইসকনের ক্যাম্পাসের ভেতরের মূল জনপথ। এরপর হাজারো দেশি-বিদেশি ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে রাধামাধব কে সুসজ্জিত হাতির পিঠে আরোহন করিয়ে চলে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা। যা বিগত বছরের ন্যায় এ বছরও এই শোভাযাত্রা চলবে আগামী দোল পূর্ণিমা পর্যন্ত। এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও হাতির পিঠে রাধামাধব কে আরোহন করিয়ে ইসকনের ক্যাম্পাস পরিক্রমা করা হয়। ভগবান তিনি তাঁর এই সাম্রাজ্য পরিদর্শন করেন। তিনি আরো বলেন, মানুষের যেমন শারীরিক খাদ্যের প্রয়োজন ঠিক তেমনি মানসিক খাদ্যেরও প্রয়োজন আছে। এই উৎসবে অংশগ্রহণ করে সকলেই আনন্দ লাভ করে থাকেন।

Leave a Reply