নিউজ সোশ্যাল বার্তা, ওয়েব ডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে এগিয়ে এল রাজ্য পুলিশ । পুরুলিয়া জেলার কিছু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য গাড়ি করে বের হয় কিন্তু পথে হঠাৎ তাদের গাড়ি খারাপ হয়ে যায় । ঘটনাটি ,পুরুলিয়া জেলার কান্টাডি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে টামনা মোড়ের কাছে । হাতে সময় খুব কম ৯-৩০ বেজে গেছে,পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হাতে মাত্র সময় ২০ মিনিট বাকি। ছাত্রীরা কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে তারা দিশাহীন হয়ে পড়ে ।পরীক্ষার্থীরা মন খারাপ করেই এগিয়ে যায় টামনা মোড়ের দিকে বাস ধরার জন্য ।
হঠাৎ টহলরত পুলিশ জিপের চোখ পড়ে পরীক্ষার্থীদের দিকে। গাড়ি থেকে নেমে পুলিশ অফিসার এগিয়ে আসেন জিজ্ঞেস করেন কি সমস্যা ?
সব শুনে পুলিশের গাড়িতে করেই সেন্টারে পৌঁছে দেওয়া হয় ছাত্রীদের এবং তা যথাসময়েই। হাসিমুখেই কেন্দ্রে ঢুকল পরীক্ষার্থীরা। ঢোকার আগে হাসিমুখেই ধন্যবাদ জানিয়ে গেল পুলিশ কাকুদের।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে রাজ্য ও জেলা প্রশাসন তৎপর৷ কোন অসুবিধে হলেই স্থানীয় পরীক্ষাকেন্দ্র,পুলিশ-প্রশাসন, কন্ট্রোল রুমের গোচরে আনুন।