গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু

Social

মলয় দে নদীয়া:-শান্তিপুর পঞ্চায়েত এর অন্তর্গত বড় ডাঙ্গা গ্রামের পঞ্চাশ বছর বয়স্ক স্বপন জমাদার পিতা মৃত মনোরঞ্জন জমাদার আজ সকালে পাশের বাড়ির অনুরোধে উঠেছিলেন নারকেল গাছে ডাব পাড়তে। পুরনো অভ্যাস এর প্রতি এতটাই বিশ্বাস ছিল, যে বয়সে খেয়াল রাখতে পারেননি তিনি। আকস্মিক হাত ফসকে গাছ থেকে পড়ে মৃত্যু হয় তার। মৃতদেহ শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে, ময়নাতদন্তের জন্য শান্তিপুর থানা মর্গে  পাঠায়। ।

মৃত স্বপন বাবু র একমাত্র পুত্র রাজু সাহা আক্ষেপের সুরে বলেন “প্রায় ২০ বছর আগে বাবাকে উঠতে দেখেছিলাম গাছে। হঠাৎ আজ কি যে হলো! “পরিবারসহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া”।

Leave a Reply