মলয় দে নদীয়া:- আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে শান্তিপুর হ্যান্ডলুম ইনোভেশন প্রদুসের কম্পানি আর উইভার্স সার্ভিস সেন্টার এর উদ্যোগে গীতা প্যালেসে মহিলা তন্তু জীবিদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ডক্টর বীরেন কুমার বসাক,শান্তিপুর হ্যান্ডলুম অফিসের আধিকারিক দেবাশীষ ব্যানার্জি, স্টেট কো-অর্ডিনেটর (সেওয়া) মৌমিতা চক্রবর্তী, এন এইচ ডি সির সন্দীপ চেটিয়া, সূচি শিল্পী সীমা বসাক সহ আরো অনেকে।
শান্তিপুর হ্যান্ডলুমশিল্পকে সংঘবদ্ধভাবে কাজ করানোর জন্য এবং সঠিক মজুরির ভিত্তিতে তাদের কাজ করানো এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা যাতে সরাসরি তাদের কাছে পৌঁছাতে পারে এবং শান্তিপুরের হারানো গৌরব ফিরিয়ে আনা যায় এবং ন্যাচারাল সুতো দিয়ে কাজ কোন রকম সিন্থেটিক বা পলিস্টার ফুটো বর্জন পরিবেশ বান্ধব এবং রং এর মাধ্যমে শাড়ি এবং অন্যান্য প্রোডাক্ট তৈরি করাই এই কোম্পানির মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম, দারিদ্রতার সঙ্গে লড়াই করে, এখনো পর্যন্ত তাঁত বস্ত্র উৎপাদনে বিভিন্ন কাজের সঙ্গে কৃতিত্বের সাথে যুক্ত এমন ৫জন নারীকে আজ সংবর্ধিত করা হয়। নবদ্বীপ, পলাশী, দিগনগর, কৃষ্ণনগর, রানাঘাট সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা ও আলোচনার মাধ্যমে তার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়।
অতিথিদের বসন্তের আবিরে রাঙানো, কুড়ি জন মহিলাকে দিয়ে শাড়ি পরানো প্রতিযোগিতা, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন, প্রজেক্টরের মাধ্যমে সবিস্তারে আলোচনা মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।
আয়োজক সংস্থা শিপকোর দায়িত্বে থাকা বাপ্পাদিত্য প্রামানিক এবং রানা দাস জানান, “এই ধরনের আয়োজনের মাধ্যমে তাঁত শিল্পীদের বিভিন্ন যোগাযোগ ও মনোবল বৃদ্ধি করতে পেরে আমরা খুশি।”