অশোকনগর: উত্তর ২৪ পরগনার অশোকনগর নালন্দা তথা অশোকনগর বাণীপিট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী স্নিগ্ধা চক্রবর্তী অংশগ্রহণ করে ৪০ তম জাতীয় তাইকোন্ডা চ্যাম্পিয়ন শিপ ও ২৬ তম পুমস্ তাইকোন্ডা চ্যাম্পিয়ন শিপে । মোট ১৯ টি রাজ্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ।
ওয়েস্ট বেঙ্গলের হয়ে জাতীয় তাইকোন্ডো চ্যাম্পিয়ন শিপ ও পুমস তাইকোন্ডো চ্যাম্পিয়ন শিপে অংশগ্রহণ কোরে অশোকনগরের মুখ উজ্জ্বল করল স্নিগ্ধা চক্রবর্তী। উওম সাহার প্রশিক্ষণে ওয়েস্ট বেঙ্গলের হয়ে গোল্ড পদক জিতল স্নিগ্ধা চক্রবর্তী। বাংলার হয়ে উত্তর ২৪পরগনা ,নদিয়া ,হুগলী ইত্যাদি বিভিন্ন জেলা থেকে মোট ৮০ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ।তার মধ্যে গোটা জেলা জুড়ে ২৪ টি স্বর্ণপদক, দশটি সিলভার পদক ও দশটি ব্রোঞ্জ নিয়ে ঘরে ফেরে তারা। উত্তর ২৪গরগনার হাবরা ও অশোকনগরে মোট ৯ টি স্বর্ণ পদক আসে , যার অন্যতমা হয়ে গোটা অশোকনগর বাসিকে গর্বিত করে স্বর্ণ পদক জয়ী স্নিগ্ধা চক্রবর্তী ।হরিয়ানা, মধ্যপ্রদেশ কে পিছনে ফেলে তার এই সাফল্য আসে।
লক্ষৌ এর কেডি সিং বাবু ইনডোরস্টেডিয়ামে ৯ জুন থেকে ১১ জুন পর্যন্ত এই প্রতিযোগিতা চলে।বাড়িতে ঘরে সাজানো এক গুচ্ছ তার মেডেল ও শংসাপত্র ।