মলয় দে নদীয়া: রথ পেরোলেই বিশ্বকর্মা পুজো, তারপরেই আমাদের চির প্রতীক্ষিত বাঙালির সর্বশেষ দুর্গোৎসব। করোনা ভাইরাসের সংক্রমণে সাধারণ মানুষ থেকে দুঃস্থ এমনকি উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এখন প্রায় ঘর বন্ধী । তারপর নানা অনুষ্টান উৎসব এক প্রকার বন্ধ হয়ে গিয়েছে। এক সাথে জামায়েত এমনকি ভিড় করা যাবে না। নানা অনুষ্টান নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে। লগ ডাউন তারপর কোরোনা সংক্রমণ দুই মিলে সাঁড়াশি আক্রমণে মানুষ কোণঠাসা। আর এর মধ্যে আর কয়েক মাস পর আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজো।
এই দুর্গা পুজো হবে কি? অনেকেই এই নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন। রানাঘাটের প্রবীণ মৃৎ শিল্পী তিনি শোনালেন আশার বাণী । মহামায়া আসছেন আর পূজো কম হলেও হবে। ইতিমধ্যে রথের দিন থেকেই কাঠামো চলে আসে এই বছর তেমন না হলেও মৃৎ শিল্পী আশাবাদী মহামায়া আসছেন।