পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা-১ নং ব্লকে আজ অনুষ্ঠিত হল ছাত্র-যুব বিজ্ঞান মেলা -২০১৯। এই বিজ্ঞান মেলায় ব্লকের অনেক বিদ্যালয় অংশগ্রহণ করে।উক্ত বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে উভয় ক্ষেত্রেই প্রথম স্থান অধিকার করলো নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ হাই স্কুল। এই নিয়ে পরপর তিনবার ব্লক পর্যায় তারা প্রথম স্থান দখল করলো।নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয় গতবছর জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছিল।
মাধ্যমিক স্তরে তাদের আকর্ষণীয় মডেল ছিল প্রাকৃতিক উপায়ে জল সঞ্চয় ও জলের বিশুদ্ধিকরন। উচ্চ মাধ্যমিক স্তরে তাদের মডেল ছিল ম্যাথামেটিক্স ইজ লজিক্যাল পোয়েট্রি। মাধ্যমিক স্তরে অংশগ্রহণকারী অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রী হল- টিউলি মন্ডল এবং রাজিব শেখ। উচ্চ মাধ্যমিক স্তরে অংশগ্রহণকারী একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী হল- আদিনা সুলতানা এবং আব্দুর রাজ্জাক। বিজ্ঞান মডেল এর পরামর্শদাতা শিক্ষক মাননীয় শ্রী সত্যজিৎ সামন্ত মহাশয় বলেন “আজ এই সাফল্যের কারণ হলো- বিদ্যালয়ে হাতে কলমে বিজ্ঞান চর্চা যা ছাত্র-ছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতার বিকাশ ঘটিয়েছে”। অনুষ্ঠানে বেলডাঙ্গার সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী বিরুপাক্ষ মিত্র মহাশয় উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।