বিয়ের অনুষ্ঠানে সবুজায়ন ও সচেতনতার বার্তা দিয়ে নজির গড়লেন নবদম্পতি

Social

দেবু সিংহ, মালদাঃ- বৌভাতে এবার অভীনব উদ্যোগ নিয়ে এগিয়ে এলো মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তে গোলাপগঞ্জের চরি অন্ততপুর গ্রামের যুবক ও তার স্ত্রী।গত ২ তারিখে সোমবার বিবাহ বন্ধে বাঁধা পরেন যুবরাজ ত্রিবেদী ও রাধা মন্ডল।দুজনের বিবাহিত জীবনে নতুন পথ চলাশুরু আগে ৪ তারিখ বুধবার ছিল বৌভাত সেই উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের হাতে একটি করে চারাগাছ তুলে দিয়ে আমন্ত্রিতদের স্বাগত জানানো হচ্ছে৷

 

বৌভাতের জন্য তৈরি করা হয়েছিল পান্ডেলে সেই পান্ডেলে বিভিন্ন জায়গায় লেখা হয়েছিল গাছ লাগানোর বার্তা।প্ল্যাষ্টিক ব্যাবহারে কতটা ক্ষতিকর এছারাও রক্তদান মানুষের জীবন দান সহ বিভিন্ন সামাজিক সচেতনতা মুলোক বার্তা লিখেরাখেন ৷

বিয়ের অনুষ্ঠানে সবুজায়নের এমন বার্তা দেখে প্রথমে অবাকই হয়েছিলেন অতিথিরা৷ তবে পরে সকলেই যুবরাজ ও রাধা এই উদ্যোগকে সকলে খুশি। বিয়ের অনুষ্ঠানে সবুজায়নের বার্তা দিয়ে নজির গড়লেন নবদম্পতি৷ বুধবার সন্ধ্যায় মালদার গোলাপগঞ্জের বাসিন্দা যুবরাজ ও রাধা বৌভাতের অনুষ্ঠান ছিল আর পাঁচটা বিয়েবাড়ির মতোই সুন্দর করে সাজানো হয়েছিল বিয়ের ভিতরে সানাই বাজছে৷ সন্ধ্যা হতেই একে একে আসতে শুরু করলেন আমন্ত্রিত অতিথিরা। কিন্তু ভিতরে ঢুকতেই নজরে আসে সকলের।

যুবরাজ ত্রিবেদী বলেন বৌভাতের অনুষ্ঠানে আমাদের পক্ষে তো আর প্রত্যেকের বাড়ি গিয়ে, তাঁদের হাতে গাছের চারা তুলে দিয়ে বৃক্ষ রোপণের বার্তা দেওয়া সম্ভব নয়৷ সেই কারণেই এক সঙ্গে এক জায়গায় অনেক মানুষকে পাওয়া যাবে এছরাও যুবরাজ বলেন আমি ও আমার স্ত্রী দু জনে নিজে বিয়ের এই শুভ দিনে বৌভতের দিনে নিজের দেহ দান করে ও সবুজায়নকে বাচানো বার্তা সাথে আগামীদিনে সকলে এই ভাবে এগিয়ে আসলে সবুজকে বাচাতে হবে।

নবদম্পতি রাধা বলেন আমাদের এই শুভদিনে আমরা নিজের দেহদান করেছি এছাড়াও ও নারী নির্যাতনকে রক্ষা করতে ও সাধারণ মানুষের রক্ত অভাব হছে আমাদের জেলাতে তাই আমরা সকলে রক্তদান করলে রক্তের অভাব কিছু হলেও কমবে। এই বার্তা দিয়ে নজির গরলেন মালদার গোলাপগঞ্জের এই নবদম্পতি।

Leave a Reply