ইঁটভাটার শ্রমিকদের সচেতনতা বাড়াতে নবজাগরণ পরিবার

Social

 

মলয় দে নদীয়া :-করোনা ভাইরাসে অহেতুক আতঙ্কিত না হওয়া এবং সেই সঙ্গে সচেতন থাকার পরামর্শ নিয়ে বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর নবজাগরণের পক্ষ থেকে ইটভাটার প্রায় ৫০ জন শ্রমিককে সাবান এবং হ্যান্ডওয়াশ প্রদান করা হলো।

   করোনা ভাইরাসে বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে ভারতবর্ষসহ এ রাজ্য। এবার করোনা থাবা পড়েছে খোদ কলকাতাতে। যার জেরে এক ধাক্কায় আতঙ্কের পারদ অনেকটাই বেড়েছে। যদিও চিকিৎসকরা বলছেন, অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শুধু একটু সচেতন থাকতে হবে মানুষকে। মূলত সেই লক্ষ্য নিয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বৃহস্পতিবার ইটভাটার একঝাঁক শ্রমিককে সাবান এবং হ্যান্ড ওয়াশ প্রদান করা হলো। এর পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে তাদেরকে অবগত করা এবং অহেতুক আতঙ্কিত না হওয়ার বার্তা দেন তারা।

শান্তিপুর নবজাগরণের সদস্য রনাপ্রসাদ ভট্টাচার্য বলেন, আমাদের মূল উদ্দেশ্য হল মানুষকে সচেতন করে তোলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে মানুষ অহেতুক আতঙ্কিত হয়ে পড়েছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের আরো বেশি করে সচেতনতা অবলম্বন করতে হবে।

Leave a Reply