সরমস্তপুর যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবির

Social

নিউজ সোশ্যাল বার্তা: রক্তদান জীবন দান । এই উদ্দেশ্যকে সামনে রেখেই ‍১লা মার্চ ২০২০ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সরমস্তপুর যুব সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

সহযোগীতায় এগিয়ে আসে শিবশংকর সেবা সমিতি, ব্লাড ব্যাংক বর্ধমান ও সমাজের সকল স্তরের সাধারণ মানুষ ।

সরমস্তপুর যুব সংঘের সম্পাদক অপূর্ব সরদার বললেন “কিছুটা হলেও সাধারণ মানুষের মধ্যে রক্তদানের বার্তা পৌঁছে দিতে পেরে আমরা ধন্য । শিবিরের সাধারণ মানুষের এগিয়ে আসা আমাদের আরও অনুপ্রাণিত করছে। এই উদ্যোগ চালিয়ে যেতে হবে”।

সরমস্তপুর যুব সংঘের সদস্য বৃন্দ ছাড়াও পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে মোট ৩৬ জন রক্তদাতা রক্তদান করেন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । সকাল ১১ টার সময় রক্তদান শিবিরের শুরু হয় এবং বেলা ১.২০ মিনিট পর্যন্ত চলে।

এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মাননীয়া বিধায়িকা নার্গিস বেগম মহাশয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শংকর ভুল,ম্যানেজার, (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাল্লারোড), প্রশান্ত কৃষ্ণ পাল (ফিল্ড অফিসার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) সহ আর ও অনেকে ।

Leave a Reply