ধীমান ভট্টাচার্য্য , নদীয়া :- অবশেষে কালীনারায়ণপুরের নিখোঁজ হওয়া পারিজাত বিশ্বাস নামের কিশোরটির সন্ধান পাওয়া গেলো। বাদকুল্লার এক ব্যক্তি ছেলেটি কে রবিবার বিকালে তাহেরপুর থানায় নিয়ে যায়। পুলিশ নিখোঁজ তালিকা মিলিয়ে পরিবারের লোকজনকে সনাক্তকরণে জন্য থানায় তলব করে। সনাক্তকরণের পরে সোমবার রানাঘাট আদালতের মাধ্যমে পারিজাতকে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কালীনারায়ণপুর উত্তর পাড়ার বাসিন্দা মিলন বিশ্বাসের পুত্র পারিজাত কালীনারায়ণপুর স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বিকাল থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এলাকায় মুহুর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পরে। তাহেরপুর থানায় নিখোঁজ ডাইরিও করা হয়। রবিবার বিকালে যখন থানায় কিশোরটিকে নিয়ে অাসা হয় তখনও তার কথায় অসংগতি ধরা পড়েছিল।
জানা যায় পারিজাত কে বাদকুল্লাতে রাতে রাস্তায় বসে কান্না করতে দেখে একজন আশ্রয় দেন। ঠিকানা জানতে চাওয়া হলে সে ভুল ঠিকানা বলে। তিনি সেই ঠিকানায় গিয়ে না পেয়ে বিভিন্ন জায়গাতে খোঁজ করতে থাকে। শেষে তাহেরপুর থানায় ছেলেটিকে নিয়ে গেলে, পুলিশ বাড়ির লোক কে সনাক্ত করতে খবর দেয়। পরে সোমবার ছেলেটাকে তাহেরপুর থানার পক্ষ থেকে রানাঘাট আদালতে নিয়ে যাওয়া হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
তাহেরপুর থানা সুত্রে জানা যায় ‘ছেলের বাবা রাজমিস্ত্রী ও মা আয়ার কাজ করায় কেউ বাড়ি থাকেনা। কিশোরটি ও তার দিদি বাড়িতে থাকে।সেই সুযোগে সে সাইকেল নিয়ে ইচ্ছাকৃত বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। যদিও পারিজাত কে রানাঘাট আদালতের মধ্যে দিয়ে ফিরে পেয়ে তার বাবা,মা,ঠাকুমা,দিদি সহ সকালেই খুশি। দুশ্চিন্তা মুক্ত হলেন পাড়া প্রতিবেশীরাও।