শান্তিপুর থানার অন্তর্গত বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে রাতের অন্ধকারে অবৈধ গাছ কাটা চলছে

Social

মলয় দে নদীয়া: নদীয়া জেলার-শান্তিপুর ব্লকের অন্তর্গত বাহাদুরপুর ফরেস্ট জেলার মধ্যে অন্যতম। প্রায় ১৮০০ বিঘা জমিতে গহন বন। লোকালয় থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণী সাপ ছাড়া হয় এখানে। এক কথায় বন্যপ্রাণীদের অবাধ শান্তিপূর্ণ বিচরণভূমি। কিন্তু গাছ মাফিয়াদের থাবা এখানেও গ্রাস করেছে বহুদিন থেকে। এলাকাবাসীর অভিযোগ প্রায়ই রাস্তার ধারে খানিকটা দূরে বনের মাঝে নিয়মিত বসে জুয়ার ঠেক ,মদের আসর। পাড়ার কয়েকজনের সহযোগিতায় বেপয়ারা থেকেও সন্ধ্যায় জোগাড় হয়ে যায় আরো অনেকে।

গতকাল আনুমানিক সন্ধ্যে আটটা নাগাদ রাতের অন্ধকারে কাটা হয় তিনটি গাছ, গাছ পড়ার শব্দ গ্রামবাসী পেলেও ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত বনদপ্তরের অফিসের আরক্ষী, বা অফিসার কেউই জানেন না এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের। বিট অফিসার নিরঞ্জন দাস জানান এত বড় বনভূমি রক্ষার জন্য মাত্র চারজন স্টাফ দিয়ে সম্ভব নয়, এ বিষয়ে তিনি উচ্চ পদস্থ অফিসারদের জানিয়েছেন।
এলাকাবাসীর পক্ষ থেকে সরাসরি অভিযোগ বনদপ্তর এর লক্ষী এবং অফিসারদের সাথে একশ্রেণীর অসাধু চক্র টাকার বিনিময়ে এ কাজ করে থাকেন মাঝে মাঝেই। এখনো পর্যন্ত দুজন গ্রেপ্তার হয়েছে, গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনকে জানানো হয়েছে আরো কারা কারা যুক্ত এ কাজের সাথে। প্রশাসনিক সূত্রে জানা যায় শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে দেখছেন বিষয়টি।

Leave a Reply