কিডনির চিকিৎসায় বৃদ্ধকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন কৃষ্ণনগরের যুবক

Social

নিউজ সোশ্যাল বার্তা : “দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রান বাঁচান” সর্বজন বিদিত কথা । এবার সেটাই কাজে করে দেখালেন নদীয়ার কৃষ্ণনগরের অর্ণব রায়।

নদীয়া জেলার কৃষ্ণনগরের এক বেসরকারী হাসপাতালে গতকাল থেকে মহাসিন সেখ নামে একটা বয়স্ক ব্যক্তি ভর্তি ছিল কিডনির ডায়ালাইসিস এর জন্য । দরকার হয় বি পজেটিভ । রক্তের প্রয়োজনে চারিদিকে খোঁজা খুঁজি করলেও রক্ত না পাওয়ায় রোগীর বাড়ির লোকজন ইমারজেন্সি ব্লাড সার্ভিসেস গ্রুপ সদস্যদের সাথে যোগাযোগ করেন । গ্রুপের সদস্যদের তৎপরতায় যোগাযোগ করা হয় কোম্পানিতে কর্মরত অর্ণব রায় এর সঙ্গে । তিনি রক্ত দেওয়ার জন্য রাজী হন । তার নিজের কোম্পানীর সমস্ত কাজ ফেলে সঙ্গে সঙ্গে ছুটে অাসেন কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে এবং রক্ত দেন।অর্ণব বাবু বলেন “আমার রক্তের মাধ্যমে যদি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে তাহলে আমি কেন করবো না স্বেচ্ছায় রক্তদান?
রক্ত দানের মতো পৃথিবীতে এর থেকে আনন্দের আর কোনো কিছু হতেই পারেনা।” রক্ত পেয়ে রোগীর বাড়ির লোকেরাও খুব খুশি হন। রোগীর কষ্টের মূহুর্তে মুখে হাসি আনতে পেরে অর্ণব বাবু ও EBS গ্রুপের সকল সদস্যরাও খুব আনন্দিত।
রোগীর বাড়ি ও EBS গ্রুপের পক্ষ থেকে অর্ণব বাবুকে অভিনন্দন জানানো হয় ।

Leave a Reply