নিউজ সোশ্যাল বার্তা : নদীয়া জেলার তেহট্টের রামচন্দ্রপুরের ধাওড়াপাড়া বা সর্দারপাড়া অাদিবাসী গ্রামে বাচ্চাদের মধ্যে শিক্ষার অালো যাতে সঠিকভাবে পৌঁছায় তার জন্য ওয়েব স্টার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষা সরঞ্জাম ও জীবনধারণের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস ওদের হাতে তুলে দেয়- খাতা,পেন,পেন্সিল, ইরেজার, পেন্সিল শার্পনার,বক্স ইত্যাদি ।
ইতিমধ্যেই ওই গ্রাম টি কে বাচ্চাদের ন্যূনতম প্রয়োজন ও শিক্ষার জন্যে তারা দত্তক নিয়েছেন, এবং তাদের এক জন উদ্যোক্তা তন্ময় বিশ্বাস বলেন, “মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা শিশু গুলোর জন্যে কিছু করার চেষ্টা করছি, আসলে আমরা কেউ একা তো কিছু ই নয়, এভাবেই ওদের পাশে থাকতে পারলেই আমরা খুশি”।
শ্রদ্ধেয় অজয় কুমার দত্ত ও সুমন ভৌমিক (চিকু) প্রয়োজনীয় সামগ্রী গুলি বাচ্চাদের হাতে তুলে দেওয়ার জন্য ওনাদের হাতে তুলে দিয়েছেন ।
বর্তমানের সংগঠনের পক্ষ থেকে পড়াশোনা,ছবি আঁকা,নাচের ক্লাস শুরু হয়েছে। প্রায় ১০৭ জন বাচ্চার হাতে শিক্ষা সরঞ্জাম তুলে দিতে আনন্দিত সংগঠনের সদস্যরা । আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চান তারা। সকলকে পাশে থাকার আহ্বান জানানো হয় সংগঠনের পক্ষ থেকে ।