নদীয়ার শান্তিপুরে অনুষ্ঠিত হলো সাজঘর আয়োজিত নাট্যমেলায় 

Social

মলয় দে, নদীয়া :- নদীয়ার শান্তিপুর কাশ্যপ পাড়ায় গত তিনদিন ধরে শান্তিপুর সাজঘরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছিলো ষষ্ঠতম নাট্যমেলা। নাট্য সংস্থার পক্ষ থেকে সৌমিত বন্দোপাধ্যায় জানান উপযুক্ত মঞ্চ এবং পরিবেশের অভাবে ভালো কোন নাট্য দলকে আমন্ত্রণ জানাতেও সংকোচ বোধ হয়। তবুও শান্তিপুরবাসী বিশেষত কাশ‍্যপপাড়া অধিবাসীবৃন্দর আন্তরিক সহযোগিতায় তা সম্ভব হয়েছে।

শেষ দিনে উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেতা শোভন বন্দ্যোপাধ্যায়, এক প্রশ্নের উত্তরে তিনি জানান দর্শক হিসেবে কলকাতায় নয় জেলাগুলোতেই অনেক আন্তরিক এবং প্রাণবন্ত দর্শক পাওয়া যায়। উপযুক্ত মঞ্চ পরিবেশনা থাকা সত্ত্বেও অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়েই নিয়মিত অনুশীলন এবং প্রতিভার কারণে কলকাতার বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের উপর নির্ভরশীল। যার মধ্যে নদীয়া অন্যতম শান্তিপুর এবং আশেপাশের চাকদহ কৃষ্ণনগর রানাঘাটে নাট্যচর্চার পীঠস্থান। তবে সরকারি তত্ত্বাবধানে যদি শান্তিপুর পাবলিক লাইব্রেরী শুধু নাটক নয় সাংস্কৃতিক অনুষ্ঠান চলার উপযোগী করে তোলেন তাহলেও অনেক প্রতিভা আগামীতে জেলা পেরিয়ে রাজ্যের মুখ হয়ে উঠবে।
অডিটোরিয়ামের বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, শান্তিপুর পাবলিক লাইব্রেরি হলের পুনর্নির্মাণ এবং আধুনিকিকরণ করা হচ্ছে। আগামী দিনেও আরো বিশেষ ভাবে কিছু করার বিষয়ে পৌরসভার সাথে একপ্রস্থ আলোচনা হয়েছে।

Leave a Reply