দেবু সিংহ,মালদা: মালদার মানিকচকের লঞ্চডুবি কান্ড আজ ৬দিন। সরকারি হিসাব অনুযায়ী তিনজন নিখোঁজের মধ্যে ইতিমধ্যেই দুই জনের মৃতদেহ উদ্ধার হলেও আজ সকাল পর্যন্ত লরি চালক মন্টু শেখ নিখোঁজ । উদ্ধার কাজ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন লরি চালক মন্টুর পরিবার । উদ্ধারকাজ নিয়ে নাটক করছে প্রশাসন বলে অভিযোগ তাদের ।
এনডিআরএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যৌথভাবে উদ্ধারকার্য চালালেও এখনো পর্যন্ত উদ্ধার হয়নি মন্টু শেখ । মন্টু শেখ এর বাড়ি ঝাড়খণ্ডের বারহারওয়া এলাকায় । মন্টু শেখ লরির মালিক । একটি লরি তিনি নিজেই চালাতেন । দুর্ঘটনার কবলে পড়ে মন্টু শেখের লরিটি। তবে থেকে নিখোঁজ মন্টু ।মন্টুকে শেষ দেখা দেখতে গঙ্গার পাড়ে ঠাই বসে মন্টুর পরিবারের লোকজন। চরম উৎকণ্ঠা চোখেমুখে। সাথে একরাশ ক্ষোভ। ক্ষোভ প্রকাশ করেছেন উদ্ধার কাজের পদ্ধতি নিয়ে।
মন্টু শেখের দাদা করিম শেখ, দিদি আয়েশা খাতুন একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন উদ্ধারকাজ নিয়ে প্রশাসন কি করছে? আরও অভিযোগ তারা ছয়দিন থেকে গঙ্গার পাড়ে পড়ে থাকলেও তাদের কোনরূপ খোঁজই নেয়নি প্রশাসনও প্রশাসনের তরফ থেকে তাদের জন্য কোনরূপ ব্যবস্থাও গ্রহণ করা হয়নি ।তাদের দাবি উদ্ধারকাজে উন্নত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন । তাদের অভিযোগ এইভাবে উদ্ধার কাজ চললে তারা তাদের প্রিয় মন্টুকে শেষ দেখা দেখতে পাবে না।