অঞ্জন শুকুল, নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম জয়ঘাটা এলাকা থেকে ১১,৫০০ (২৩টা৫০০) টাকার জালনোট সহ গ্রেফতার এক যুবক ।
পুলিশ সূত্রে জানা যায় গতকাল আনুমানিক রাত্রি আটটা নাগাদ এই যুবককে সন্দেহভাজন ভাবে দেখতে পেয়ে পুলিশ । যুবকের পরিচয় জানা যায় কৃষ্ণগঞ্জ এর দুর্গাপুরে তার বাড়ি । পুলিশ তার কাছ থেকে জানতে চায় রাত্রি বেলা এখানে ঘোরাঘুরির কারণ কি? যুবকের কাছে পুলিশ জানতে পারে তার সঙ্গে আরও দুই যুবক ছিল । কিন্তু তারা পুলিশের গাড়ি দেখা মাএই পালিয়ে যায় । তখন পুলিশের সন্দেহ হয়। জেরাই পুলিশ জানতে পারে সে জাল নোট কারবারির সাথে যুক্ত। এরপর তার কাছ থেকে ১১,৫০০ টাকার জালনোট উদ্ধার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । গ্রেপ্তার করা হয় যুবকের নাম তাপস মন্ডল (২৮) বাড়ি কৃষ্ণগঞ্জের দুর্গাপুরে ।
আজ আদালতে তোলা হবে গ্রেপ্তার হওয়া যুবককে । পুলিশ চাই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কারা এর সাথে যুক্ত তাদের জিজ্ঞাসাবাদ করতে । দুর্গাপুরের গ্রেপ্তার হওয়া যুবকের এধরনের কাজের যুক্ত থাকার খবরে সকলে হতবাক ।