ওয়েব ডেস্ক : এতদিন ধরে স্বনির্ভর গোষ্ঠী মানেই মহিলা ধারণা ছিল জনসাধারণের । পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল থেকে ক্ষমতায় এসেই বাংলার মেয়েদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প, যুবকদের জন্য চালু করেছেন ‘যুবশ্রী’ প্রকল্প।
পশ্চিমবঙ্গে এবার শহর ও গ্রামে পুরুষদের জন্য স্বনির্ভর গোষ্ঠী (সেলফ হেল্প গ্রুপ) খোলার প্রস্তাব দিল মা মাটি মানুষের সরকার । নিয়মে বদল এনে এবার গ্রাম ও শহরের উদ্যোগী যুবকদের স্বনির্ভর গোষ্ঠী তৈরির প্রস্তাব দিল রাজ্য। পুরুষদের নিয়ে এই স্বনির্ভর গোষ্ঠী তৈরি হলেও একজন মহিলা সদস্যকে অন্তর্ভুক্ত করা যাবে। তবে এর মধ্যে দিয়ে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীতে কর্মরতের সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছে পশ্চিমবঙ্গ সরকার ।
রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর সূত্রের খবর, এখন রাজ্যে ৯ লক্ষ ৫৭ হাজার ৭৯৬টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। তাতে ৯৫ লক্ষ ৯০ হাজার ৯৬০ মহিলা কর্মরত।বর্তমানে বিধানসভায় অধিবেশন চলছে । গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রী মাননীয় সাধন পাণ্ডে বলেন-এতদিন পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীতে মূলত মেয়েরা থাকতেন।এবার থেকে শহর ও গ্রামের যুবকদের জন্যও আমরা স্বনির্ভর গোষ্ঠী তৈরির সুযোগ করে দিতে চাই। তারা ব্যাঙ্ক থেকে ঋণ নিলে সুদ লাগবে মাত্র ২ শতাংশ “। প্রত্যেক বিধায়ককে নিজের নিজের এলাকায় এই ধরনের গোষ্ঠী তৈরিতে উদ্যোগী হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে পুরুষদের নিয়ে তৈরি এই স্বনির্ভর গোষ্ঠী সফল হবে এটাই প্রত্যাশিত ।