আজ থেকে শুরু গণেশ জননী পুজো

Social

মলয় দে নদীয়া :-চিরকালই স্বাধীন চিন্তা ভাবনার সমাদর করে এসেছে তাইতো  পূজিত হন এত দেবদেবী। আজ থেকে প্রায় 165 বছর আগে নদীয়ার শান্তিপুর বড়বাজার সংলগ্ন এলাকায় মূলত কংস বণিক ও স্বর্ণ বণিকদের সাথে অল্প কিছু সংখ্যক অন্যান্য ব্যবসায়ীদের প্রচেষ্টায় পূজিত হতেন মা অন্নপূর্ণা, কিন্তু 30-40 বছর পর স্বর্ণ বণিক ও কংস বণিক দের মতানৈক্যে কংস বণিক পৃথক হয়ে কাশারী পাড়ায় গণেশ জননী পূজা শুরু হয়।, এবছর পুজোর প্রথম দিনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টালিউড বলিউডের এক ঝাক তারকা।

আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ও খ্যাতিসম্পন্ন বাউল সংগীত শিল্পী তপন পন্ডিত,বলিউডের বিশিষ্ট অভিনেতা রাজু ঠাকক্কার, অভিনেত্রী এইন্দ্রিলা দে, স্বাভাবিক ভাবেই গনেশ জননী পুজোকে কেন্দ্রোকরে এক সাথে অভিনয় জগতের শিল্পীদের দেখতে ভিড় জমে ছিল চোখে পড়ার মতো। পাঁচ দিনের এই পূজাকে কেন্দ্র করে শান্তিপুরের কাঁসারি পাড়া সহ শান্তিপুরের বিভিন্ন প্রান্তের প্রায় 200 টি পরিবার মিলিত হয়ে, একত্রিত ভাবে আনন্দে মাতেন সকলে। এমনকি নতুন জামা কাপড় পর্যন্ত পরিধান করার রেওয়াজ এখনো বর্তমান।

Leave a Reply