কালিয়াচকের রামনগরে রক্তদান শিবির

Social

দেবু সিংহ, মালদা :ভয়াবহ করোনা মহামারীর আতঙ্ক কাটিয়ে রবিবার আনন্দমঠ ট্রাস্টের উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও ব্লাড আর্মির সহযোগিতায়, কালিয়াচক রামনগরের গয়েশ্বরী হাই স্কুল প্রাঙ্গণে, অসহায় মুমূর্ষু রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে ৩৩ জন রক্তবন্ধু স্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরে উপস্থিত ছিলেন আনন্দমঠ ট্রাস্টের সভাপতি সঞ্জয় মন্ডল, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, ব্লাড আর্মির সদস্য যুবরাজ ত্রিবেদী, পাকুয়াহাট সমবেত প্রয়াসের সম্পাদক বরুণ কুমার সরকার, প্রমুখ ।

Leave a Reply