জেলার বৃহৎ রক্তদান অনুষ্ঠান উৎসবে পরিণত হয়েছে নদীয়ার বাদকুল্লায়

Social

মলয় দে নদীয়া:-২০১০ সাল থেকে বাদকুল্লা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজনে প্রতিবছর এই সময় পালিত হয়ে আসে রক্তদান অনুষ্ঠান। জেলার বিভিন্ন স্থানের সাধারণ মানুষ উৎসবের রূপে দেখেন এই অনুষ্ঠানকে। মেলায় দোকান দেওয়া বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীরাও ভিড় করে বসেন এই দিনটা। তবে এবছর উদ্যোক্তাদের মনে বিষন্নতার ছাপ নিয়েই করছেন রক্তদান। জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হন গত বছর এই সময়। তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যে এবছর আয়োজিত হচ্ছে আড়াইশোর বেশি ইউনিট রক্ত সংগ্রহ।

১০০’র নিচে কোন বছরেই রক্ত সংগ্রহ হয় না এই অনুষ্ঠান থেকে। আজকে এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন স্বর্গীয় সত্যজিৎ বিশ্বাস এর স্ত্রী রুপালি বিশ্বাস ও পরিবার, বাদকুল্লা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল ঘোষ, হাঁসখালি ব্লক সভাপতি শশাঙ্ক বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিশ্বাস, প্রাক্তন ব্লক সভাপতি কৃষ্ণ কিংকর ঘোষ, কৌশিক সাহা মেম্বার, প্রাক্তন উপপ্রধান উত্তম ভৌমিক সহ আঞ্চলিক ও জেলা স্তরের বিভিন্ন নেতৃবৃন্দ। জেলার অধিকাংশ বিধায়ক এখানে আসার কথা থাকলেও বিধানসভা চলার কারণে অনেকেই উপস্থিত হতে পারেননি।

Leave a Reply