বিশ্বনাথ ঝা মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট ফাইনাল

Social

দেবু সিংহ,মালদা: হরিশ্চন্দ্রপুর সুলতান নগর ক্ষিতিমোহন সেন ক্লাব লাইব্রেরির পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বনাথ ঝা মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এদিন সুলতাননগর ক্ষিতিমোহন সেন ক্লাবের ময়দানে হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি একাদশ ও বহরমপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে বহরমপুর একাদশ সব উইকেট খুইয়ে ১১৩ রান তোলে। অপরদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে ২ উইকেটে জয় এর রান তুলে নেয় হরিশ্চন্দ্রপুর ২ নং পঞ্চায়েত সমিতি একাদশ।

আজকের ফাইনাল খেলায় ১৮ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন পঞ্চায়েত সমিতি একাদশের তালিব আব্বাস অন্যদিকে ম্যান অব দ্যা সিরিজ বহরমপুর একাদশের গোপেশ শুক্লা। তিনি সারা টুর্ণামেন্টে ১৪৬ রান করেছেন। এদিনের ফাইনাল খেলার উপস্থিত ছিলেন মালদা জেলার সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, ক্ষুদ্র কুটির শিল্প পর্ষদের ভাইস চেয়ারম্যান তাজামুল হোসেন, জেলা পরিষদ নারী শিশু কল্যাণ কর্মদক্ষ মর্জিনা খাতুন, এসডিপিও সজল কান্তি বিশ্বাস, আইসি সঞ্জয় কুমার দাস ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বুলবুল খান।

ক্লাবের সম্পাদক বুলবুল খান জানালেন গ্রামীণ এলাকার ছেলেদের খেলাধুলায় উৎসাহ দিতেই এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে প্রতিবছর। খেলাধূলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। শরীর বলিষ্ঠ হয়। এবছর বিশ্বনাথ যা টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিজয়ী দলকে ৭০ হাজার টাকা ও রানার্স দলকে ৪৫ হাজার টাকা চেক দেওয়া হয়েছে।

মালদা জেলা পরিষদের সভাপতি গৌর চন্দ্র মন্ডল জানান আজ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল।এ মাসের ৩ তারিখ থেকে খেলা আরম্ভ হয়েছিল আজ তার শেষ দিন। এ টুর্নামেন্টে এলাকার মানুষদের উপস্থিতি উৎসাহ দেখে তার খুব ভালো লাগছে।এলাকার মানুষরা এই মাঠে একটা স্টেডিয়ামে দাবি করছেন তিনি চেষ্টা করবেন আগামীতে যাতে এই মাঠে একটা স্টেডিয়াম হয় ও তার সাথে প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থাও করা যায় সে চেষ্টা তিনি করবেন।

Leave a Reply