শিশুমন বিদ্যাভবন এডুকেশন সোসাইটি-‌র বার্ষিক ক্রীড়া উৎসব

Social

দেবু সিংহ, মালদা: মালদা-‌কোনাবাড়ি শিশুমন বিদ্যাভবন এডুকেশন সোসাইটি-‌র বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। এদিন সুস্থানি মোড় সংলগ্ন মাঠে চলে ক্রীড়া প্রতিযোগিতা। হাজির ছিলেন মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলমস, বিশিষ্ট সমাজসেবী তরুণকুমার পন্ডিত, যদুপুর-‌২ গ্রাম পঞ্চায়েতের সদস্য আলম শেখ, মারেয়া খাতুন প্রমুখ। মোট ৪৬টি ইভেন্ট। ১০০ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাঁটা রেস, জলের বোতল নিয়ে দৌড়-‌বিভিন্ন ইভেন্ট ছিল। প্রধান শিক্ষক মতিউর রহমান বলেন,‘‌প্রতি বছর আমরা স্পোর্টসের ব্যবস্থা করি। এবারও হয়ে গেল। সুষ্ঠুভাবে হয়েছে সব।’‌

Leave a Reply