মালদায় ভুয়ো ফরেস্ট রেঞ্জ অফিসার পরিচয় দিয়ে কাঠ পাচারের অভিযোগে গ্রেপ্তার যুবক

Social

দেবু সিংহ,মালদা: ভুয়ো ফরেস্ট রেঞ্জ অফিসার পরিচয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক। গাজোল এর বাসিন্দা গৌতম কর্মকার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বনদপ্তর এর করা কাঠ পাচারের অভিযোগের তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। এদের মধ্যে অন্যতম এই গৌতম কর্মকার। নিয়মিত চেকিং এর সময় একটি কাঠ বোঝাই লরি আটক করে বনদপ্তর।

লরিটি মালদার পুখুরিয়া থানার পরানপুর থেকে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কাগজপত্র দেখে সন্দেহ হয় বনদপ্তর আধিকারিকরা। এরপরই ওই লরি চালক আমরত সিং কে আটক করে বনদপ্তর এর কর্মীরা। রাজস্থানের বাসিন্দা ওই লরি চালক এর কথায় অসঙ্গতি থাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। অভিযোগ জানানো হয় ইংরেজবাজার থানায়। এই ঘটনার তদন্তে নেমে লরি চালককে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের সন্ধান পায় পুলিশ। মালদা গাজোল এর বাসিন্দা গৌতম কর্মকার ইংলিশ বাজারের বাসিন্দা সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে এই গৌতম কর্মকার নিজেকে ফরেস্ট ডিপার্টমেন্ট এর রেঞ্জ অফিসার পরিচয় দিয়ে কাঠ পাচার করত। বনদপ্তর এর সিল জাল করে এই কাজ করতো গৌতম বলে জানা গেছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা।

Leave a Reply