মলয় দে নদীয়া :-একে ফলন কম তার উপর আবার একেবারেই দাম নেই, হতাশ শাখালু চাষিরা ।
এমনই চিত্র দেখা গেল নদীয়া পূর্ব বর্ধমান ভাগীরথী সংলগ্ন সমুদ্রগড় স্টেশন সংলগ্ন বাজারে ।
পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন বাজারে জমে উঠেছে শাখালুর বাজার।
কিন্তু বাজার দরে খুশি নয় চাষিরা। চাষিরা পুরোপুরি হতাশ হয়ে পড়েছেন। সমুদ্রগড়ের স্টেশন সংলগ্ন এই শাখালুর বাজারে নদীয়ার মহিশুরা ,গদখালি,বাহির চড়া,ঘোলা পাড়া, মাঝেরচড়া ,বর্ধমানের ডাঙ্গাপাড়া, মাঠের পাড়া ইত্যাদি জায়গা থেকে বিক্রি করার জন্য চাষিরা শাখালু নিয়ে আসেন। সমুদ্রগড়ের এই বাজার থেকে শাকালু রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন হাওড়া ,শিয়ালদহ, পাঁশকুড়া, শেওড়াফুলি , আসানসোল, দূর্গাপুর,লক্ষীকান্তপুর সহ বিভিন্ন জায়গায় চলে যায়। তবে এ বছর চাষিরা একদমই ভালো দাম পাচ্ছেন না । তারা জানান পৌষ মাসের দিকে শাকালুর বাজার দর কিছুটা ভালো থাকলেও বর্তমানে বাজার দর একদমই কম। তারা আরো জানান এই বছর ফলন অনেকটাই কম হয়েছে। বিগত বছরগুলোতে যেখানে বিঘা প্রতি ৮০ বস্তা ফলন হতো এই বছর সেখানে মাত্র চল্লিশ বস্তা ফলন হয়েছে। ফলন কম তার উপরে বাজারদর একেবারেই নেই। স্বাভাবিকভাবেই হতাশ চাষিরা। সামনেই সরস্বতী পুজো। আর এই পূজো উপলক্ষে বাজারে শাকালুর চাহিদা একটু হলেও বাড়বে ।তাই এখন থেকেই পূজোয় ভালো দাম পাওয়ার আশায় বুক বাঁধছেন শাখালু চাষিরা।