ফের বাংলাদেশী এবং দালাল গ্রেপ্তার নদীয়ার ধানতলায়

Social

মলয় দে নদীয়া:-ফের বাংলাদেশী এবং দালাল গ্রেপ্তার নদীয়ার ধান তলায়। পুলিশ সূত্রে খবর দুজন বাংলাদেশি এবং একজন ভারতীয় দালালকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর গতকাল রাতে ধানতলা থানার অন্তর্গত দত্তফুলিয়া কালুপুর এলাকা থেকে দুজন বাংলাদেশী এবং একজন দালাল গ্রেপ্তার হয়েছে। পুলিশ আরো জানায় ধৃত ২ বাংলাদেশী গ্রেপ্তার হওয়া ভারতীয় দালালের সাহায্যে গতকাল বাংলাদেশ থেকে ভারতে আসে এর পরই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুই বাংলাদেশীসহ ওই ভারতীয় দালালকে গ্রেফতার করেছে।

ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ। এইতো দুই বাংলাদেশের নাম মামুন মন্ডল এবং ইদ্রিস আলী এটা প্রত্যেকেই বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা। অপরদিকে ভারতীয় দালালের নাম কঙ্কন মন্ডল বাড়ি ধানতলা থানার অন্তর্গত কালুপুর নীলকুঠি পাড়া এলাকায়।

Leave a Reply