জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বিশ্ব জল দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি

Social

সোশ্যাল বার্তা: ২২ শে মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষ্যে নদিয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনে জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা, মডেল প্রদর্শন ও সেমিনারের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় যোগদান করে। অঙ্কনের বিষয় ছিল “জল বাঁচাও পৃথিবী বাঁচাও”।

অঙ্কন প্রতিযোগিতার পর বিদ্যালয়ে এই পরিপ্রেক্ষিতে একটি সেমিনারের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকারা এই সেমিনারের অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান। জল সংরক্ষণ, জলের অপচয় রোধ কিভাবে করা যায়? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

ধুবুলিয়ার এই বিদ্যালয় সারা বছরই বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখে। জানা যায় বিদ্যালয়ের এনএসএস এর সদস্যরা সমাজ সচেতনতার জন্য মাঝে মাঝেই বিদ্যালয়ের দত্তক গ্রাম ধুবুলিয়া বিবেকানন্দ পল্লীতে বিভিন্ন কর্মসূচি করে থাকে।

বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ কুমার রায় জানান, সামনেই আমাদের স্বচ্ছতাই সেবা কাজের উপরে বড় একটি কর্মসূচি রয়েছে। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য ।

Leave a Reply