মলয় দে নদীয়া :-২১ মার্চ ২০২৫ পালিত হল নদীয়া জেলার প্রথম দৃষ্টিহীন ও মূক্ বধিরদের বিদ্যালয় হেলেন কেলার স্মৃতি বিদ্যামন্দিরের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। সকাল আটটায় বিদ্যালয়ের প্রাঙ্গনে পতাকা উত্তোলন করেন বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্ষিয়ান সদস্য মাননীয় মৃণাল কান্তি দত্ত মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মাননীয় ডাক্তার রবীন্দ্রনাথ মুখার্জি মহাশয় সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত হেলেন কেলারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ডাক্তার রবীন্দ্রনাথ মুখার্জি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক সজল দেবনাথ, অধ্যক্ষ স্বপন সরকার সহ বিদ্যালয়ের অন্যান্য কর্মীরা।
দুপুরে ছাত্র-শিক্ষক অভিভাবক একত্রিত হয়ে মধ্যাহ্নভোজন আয়োজন করা হয়।
এবং বিকেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সভাগৃহে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক মাননীয়া পিউ হালদার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি নাটক সহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় হেলেন কেলার স্মৃতি বিদ্যামন্দিরের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান।