মলয় দে নদীয়া:- সারা বছর সবুজ পানে লাগান খয়েরের লাল রং, কিন্তু বছরে একদিন সকলের মন রঙিন করে তোলেন নদীয়ার শান্তিপুর সুত্রাগড় এলাকার বাসিন্দা সুবীর দাস।
বিগত প্রায় কুড়ি বছর আগে থেকে উপার্জিত সামান্য অর্থের মধ্যে থেকেই সামান্য পরিমাণ প্রতিদিন নিয়মিত সঞ্চয় করে বসন্ত উৎসব পালন করে আসছেন তিনি। অনেকের দাবি শান্তিপুরে বসন্ত উৎসব হিসেবে নাকি এই অনুষ্ঠানই সর্ব প্রথম। তবে শুধু পানের দোকান নয়, সুবীর বাবু একজন সংস্কৃতি প্রবণ মানুষ যিনি আবৃত্তি এবং লেখালেখির সাথে যুক্ত দীর্ঘদিন যাবত।
তক্ষশীলা নামে একটি সংস্থা তৈরি করেছেন সারা বছর বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ হয়ে থাকলেও তার বাড়িতে আয়োজিত বসন্ত উৎসবে বিভিন্ন কবি এবং লেখালেখির সাথে যুক্ত ব্যক্তিদের সম্মান প্রদর্শন সহ বই প্রকাশ এবং সারাদিন যাবত নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের নানান অনুষ্ঠান চলতে থাকে। তবে শুধু চা জল টিফিনই নয় রীতিমতন দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন ছিল কলাকুশলী সহ উপস্থিত সকল দর্শকদের জন্যও । এ বিষয়ে সুবীর বাবু সতীর্থরা বলেন এটা একান্তই তার মনের ইচ্ছা আর সে কারণে কারো কাছ থেকে সহযোগিতা তিনি নেন না।
তবে জেলার বিভিন্ন তথ্য এমনকি রাজ্যের বিভিন্ন জেলা থেকেও শিল্পীরা সুবীর বাবুর বসন্ত উৎসবে যোগদান করেন। সমগ্র এই অনুষ্ঠানটি হয় সুবীর বাবুর বাড়িতে যা স্বর্গীয় সন্তোষ দাস কানন নামাঙ্কন করেছেন তিনি।