জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তাঁতের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য পাঁচ দিনব্যাপী অত্যাধুনিক বিশেষ প্রশিক্ষণ শিবির

Social

মলয় দে নদীয়া :-শান্তিপুরের তাঁত শাড়ি বিশ্ব দরবারে পৌঁছে দিতে MSME র উদ্যোগে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তাঁতীর উৎপাদিত পণ্য সরাসরি বিক্রির জন্য তাদেরই ঘরের পড়াশোনা জানা ছেলেমেয়েদের, নিয়ে পাঁচ দিনব্যাপী অত্যাধুনিক বিশেষ প্রশিক্ষণ শিবির শান্তিপুরে। শান্তিপুর তাঁত বস্ত্র ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ সহ-সভাপতি কৌশিক প্রামানিক সহ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিক সহ msme দপ্তরের আধিকারিক দের উপস্থিতি তে ৫ দিনের বিশেষ কর্মশালার আয়োজন কড়া হলো। এদিন ইমপোর্ট এক্সপোর্ট সহ জিএসটি এবং তাঁতিরা কিরকম ব্যাংক লোন পাবে সমস্তটাই পাঁচদিনের এই বিশেষ কর্মশালায় আলোচনা করা হবে এবং বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে তাঁত শিল্পীদের তৎসহ যে সমস্ত মানুষ এই শিবিরে অংশগ্রহণ করছেন তারা যাতে তাঁত শাড়িকে অর্থাৎ তাদের তৈরি দ্রব্য কে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারে সে কারণেই এই বিশেষ পাঁচ দিনের প্রশিক্ষণ শিবির বলে জানান এমএসএমই দপ্তরের আধিকারিক।

Leave a Reply