মলয় দে নদীয়া :- দেশকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের জনজীবনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে শামিল হয় বিএসএফ কর্মীরা। নদীয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্ত কাঁদিপুর বিএসএফ ক্যাম্পে মঙ্গলবার কৃষকদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। যে সমস্ত মানুষ মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত তাদেরকে মৌমাছি পালনের বাক্স প্রদান করা হয় বলে জানা যায়।
সকাল থেকে এই প্রশিক্ষণ শিবির শুরু হয় ও দুপুর দুটো পর্যন্ত চলে । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এগ্রিকালচার বায়ো-টেকনোলজির আর্থিক সহযোগিতায় রামকৃষ্ণ মিশন কৃষিবিজ্ঞান কেন্দ্র এই প্রোগ্রামটি অর্গানাইজ করে।
মোট ৫০ জন ব্যক্তিকে মৌমাছি পালনের জন্য নতুন বাক্স প্রদান করা হয় এবং এছাড়াও দেওয়া হয় বিভিন্ন রকম উপহার। বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটেলিয়ান আয়োজন করল কাদিপুর বিএসএফ ক্যাম্পে। এই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ ভিড় জমায় এই প্রোগ্রামে। সাধারণ মানুষ ভীষণ খুশি বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নে এই উদ্যোগে। বিএসএফ ৩২ নম্বর ব্যাটেলিয়ানের আধিকারিক সুজিত কুমার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
এর আগেও সীমান্ত এলাকার মানুষের মধ্যে চোরা চালান কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএসএফ। আগরবাতি তৈরি, বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ ভারত-বাংলাদেশ সীমান্তের অধিবাসীদের মৌমাছি পালন করতে সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়েছে।