ট্রাফিক গার্ডের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা প্রকাশ

Social

মলয় দে নদীয়া:- রানাঘাট পুলিশ জেলার শান্তিপুরে শুক্রবার এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর ট্রাফিক গার্ডের ওসি দীপক সিকদার সহ একাধিক কর্মকর্তা এবং শান্তিপুর থানার সি আই কাজল ব্যানার্জি।

এই প্রতিযোগিতায় ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রায় দু’ঘণ্টাব্যাপী চলা এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা ট্রাফিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বার্তা তাঁদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা।

প্রতিযোগিতাটি তিনটি বিভাগে (ক, খ, গ) ভাগ করা হয়, যাতে বিভিন্ন শ্রেণির পড়ুয়ারা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠান শেষে শান্তিপুর থানার সি আই কাজল ব্যানার্জি বলেন, “শিশুদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকরী। তারা আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করেছে, যা সত্যিই প্রশংসনীয়।”

এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতার বিকাশের পাশাপাশি ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান আয়োজকরা।

Leave a Reply