সোশ্যাল বার্তা : নদীয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটি। সারাবছর ধরে চলে সংস্থাটির সেবা কাজ । ওয়েবস্টার এর পত্র-পত্রিকা বিভাগ “অন্তর্দীপন” এর এবারের প্রয়াস ‘অহল্যা’, প্রকাশিত হল গত ১০ই অক্টোবর। প্রতি বছর এর মত এবারেও ওয়েবস্টার সার্ভিসেস সোসাইটি উদ্যোগ নিয়েছেন “উৎসবে ওরাও হাসুক” এর, যে ইভেন্টে তাঁরা পুজো উপলক্ষে অনাথ তথা পথ শিশুদের হাতে তুলে দেন নতুন পোশাক । গত বছর ১৮৬০ জনের পর এ বছর তাঁদের লক্ষ্যমাত্রা ৩০০০ শিশু। এই করোনা আবহে এবং আমফানে প্রায় দেড় হাজার মানুষের পাশে থেকেছেন রেশন দিয়ে, প্রচুর করোনা যোদ্ধাদের জন্যে ব্যবস্থা করেছেন মাস্ক, গ্লোভস, সানিটাইজার । এবার তাঁরা এই সকল শিশুদের জন্যে উদ্যোগী হয়েছেন,যা হতে চলেছে রাজ্যের বিভিন্ন জেলাতে । এই উদ্যোগে অর্থ সংগ্রহ করতে তাঁরা সামনে নিয়ে এসেছেন তাঁদের ই-ম্যাগাজিন ‘অহল্যা’, যেখানে কলম ধরেছেন সাংবাদিক থেকে ডাক্তার, শিক্ষক থেকে সঙ্গীত শিল্পী, সরকারি চাকুরী জীবি থেকে হাসপাতালের কর্মী, অবসর প্রাপ্ত কর্মী থেকে বেসরকারি সংস্থার কর্মী, দেশ বিদেশের নানান সাহিত্যিক – শিল্পী – নাট্য কর্মী । আর এঁদের সকল কে সংস্থার পক্ষ থেকে এক সূত্রে যিনি বেঁধেছেন, তিনি হলেন হবু ডাক্তার বাবু আকাশ দীপ ঘোষ এবং পত্রিকার অপর সম্পাদক তন্ময় বিশ্বাস ।
আকাশ বাবুর কথায়, “উৎসবে ওরাও হাসুক এর জন্যে অনেকেই পাশে এসে দাঁড়াচ্ছেন, প্রতি বছর ই তাঁরা পাশে থাকেন। এবারে এই ই-ম্যাগাজিন এর জন্যে অনেক ছাত্র ছাত্রীরাও এই উদ্যোগে সামিল হতে পারছেন। ন্যূনতম মাত্র একশো টাকার বিনিময়ে এই ম্যাগাজিন পাচ্ছেন, আবার একই সাথে ওই শিশুদের পাশে থাকাও হচ্ছে । কঠিন সময়ে দাঁড়িয়ে এর থেকে বড় উৎসব আর কি ই বা হতে পারে। আমরা আপনাদের মাধ্যমেও সবাই কে আহবান জানাচ্ছি, সকলে পাশে থাকবেন ।”