সোশ্যাল বার্তা: পথ দূর্ঘটনা কমাতে পশ্চিমবঙ্গ পুলিশের অন্যতম ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি।
বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার ধুবুলিয়া ট্রাফিক উইন্স এর উদ্যোগে এবং ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের (NSS) সহায়তায় ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে পদযাত্রার আয়োজন করা হয় ধুবুলিয়ার বিবেকানন্দ পল্লী এলাকায়।
২০০ জন ছাত্র-ছাত্রীর বেশি এই সেমিনার ও পদযাত্রায় অংশগ্রহণ করে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ খান, ওসি ট্রাফিক ধুবুলিয়া ট্রাফিক উইন্স: সুমন কুমার বণিক,সাব ইন্সপেক্টর: শুভজিৎ দে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
উল্লেখ্য সাধারণ মানুষের মধ্যে জন-সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে ক্রমাগত সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ এর বিভিন্ন বিভাগ।
২০১৬ সালের ৮ জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।