রমা দেবীর ঘুরে দাঁড়ানোর লড়াই ! এখন তার ওপরেই নির্ভর বেশিরভাগ থানার পুলিশ

Social

মলয় দে নদীয়া :-রানাঘাট শহরের মিশন গেট সংলগ্ন তুলো বাগানের বাসিন্দা, দুই ছেলে বৌমা নাতি নিয়ে ভরা সংসার তার, পেশায় পুলিশের ইউনিফর্ম তৈরি করা আর এই সুবাদেই রমা দেবী অন্যান্য জেলা মিলিয়ে মোট একশোরও বেশি থানার পুলিশদের ইউনিফর্ম তৈরি করেন । বর্তমানে তার সঙ্গে সহযোগিতা করে ছেলে। গোপালনগরের মাঝের গ্রাম বিয়ে হয়েছিল রমা দেবীর ১০ বছর সংসার করার পর দুই ছেলেকে রেখে মারা যান স্বামী ।

সংসার এর হাল ধরতে দরজায় দরজায় ঘুরছিলেন কাজের জন্য , কাজ মেলেনি। তাই বাধ্য হয়ে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যার করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু স্টেশনে পৌঁছে শুনতে পারেন শেষ ট্রেন বেরিয়ে গিয়েছে। আর এখান থেকেই নতুন জীবন শুরু রমাদেবীর। এরপর ব্যারাকপুর এক আত্মীয় বাড়ি থেকে পুলিশের ইউনিফর্ম তৈরির কাজ শেখা। প্রথম ইউনিফর্ম তৈরি করার বরাত পান রমা পাল,এরপর ধীরে ধীরে একের পর এক থানায় ঘুরে ঘুরে কাজের বরাত নেন, বর্তমানে পুলিশের ইউনিফর্ম তৈরি করা। বর্তমানে এখন তিনি দুটি কারখানার মালকিন ।

Leave a Reply