সোশ্যাল বার্তা: দেশের সর্বত্র মহাসমারোহে পালিত হলো,সেইমত অশোকনগর যশোহর রোড সংলগ্ন ডক্টর বি.আর আম্বেদকর ভবনের সম্মুখে ও উঠল দেশের জাতীয় পতাকা।
ডক্টর বি.আর আম্বেদকর ভাবধারায় ও মতাদর্শে বিশ্বাসী মানুষেরা পতাকা উত্তোলন এর পাশাপাশি অশোকনগর রেল কলোনী অঞ্চলে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে প্রায় পঞ্চাশজন শিশুর হাতে শিক্ষা সামগ্রী উপহার হিসাবে তুলে দেন।প্রজাতন্ত্র দিবসে ছোট ছোট পড়ুয়াদের মুখে যেমন খুশির হাসি ফুটে উঠেছে,তেমনি পড়ুয়াদের অভিভাবকরা ও এই বিষয়ে প্রসংশা করেছেন।
এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে আম্বেদকর ভাবধারায় বিশ্বাসী তারকেশ্বর হাওলাদার বলেন আজকের দিনে এই সামান্য উপহার পড়ুয়াদের তুলে দিতে পেরে আমরা খুবই খুশি।শিক্ষা ছাড়া কোন সমাজের সামাজিক ও সাংস্কৃতিক উন্নতি ঘটতে পারে না। তাই আমাদের আজকের এই আয়োজন আগামী দিনে সমাজের জন্য,দেশের জন্য আরো অনেক গঠনমূলক কর্মকাণ্ড করতে চাই।