মলয় দে নদীয়া :-নদিয়া সংলগ্ন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড় রেলস্টেশন সংলগ্ন মাঠে সমুদ্রগড় সবজি ভেন্ডার কমিটির পরিচালনায় মঙ্গলবার একটি ইসলামিক জলসা ও পবিত্র ধর্ম সভা অনুষ্ঠিত হয়।
এই ধর্ম সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহালে সুন্নাতুল জামাতের কর্ণধার তথা ইসলামিক পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই ধর্ম সভায় উপস্থিত হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াকফ বোর্ড নিয়ে ইসলাম ধর্মের মানুষদের সচেতন করেন। পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতিতে কোনরকম সাম্প্রদায়িক বিষয়ের না জড়িয়ে যথাযথভাবে নিজের ধর্ম পালন করার কথা বলেন।
পীরজাদা আব্বাস সিদ্দিকীর ধর্মকথা শুনতে আজ এখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেন্ডার কমিটির সম্পাদক হাজী নুর হক শেখ, সদস্য নুর আলম মন্ডল, জাকির হোসেন সহ অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তবে আজ আব্বাস সিদ্দিকী সাংবাদিকদের সামনে কথা বলতে রাজি হননি।