মলয় দে নদীয়া:-রাজ্যের দুই মন্ত্রীর হাতে উদ্বোধন হলো কৃষ্ণনগরে হস্তশিল্প মেলার।এদিন কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের মাঠে শুরু হল এই হস্তশিল্প মেলা। মেলা চলবে ৩০ শে নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত। এদিন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের দুই ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও চন্দ্রনাথ সিনহা সহ এবং জেলাশাসক এস অরুন প্রসাদ ও একাধিক বিধায়ক এবং জন্যপ্রতিনিধিরা।
এই মেলার মূল আকর্ষণ রাজ্যের সমস্ত জেলার বিশেষ হাতের কারুকার্য। শুধু তাই নয় বাংলার অতি পরিচিত কাষ্ঠ শিল্পের আসবাবপত্র বিক্রয় হচ্ছে এদিনের এই হস্তশিল্প মেলায়। শুধু তাই নয় বাংলার সমস্ত জেলার সরম্বর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন রকম জিনিস এবং হাতের তৈরি বিভিন্ন রকম কারুকার্য স্থান পেয়েছে এই মেলাতে ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হয়েছে এই সমস্ত কারুকার্যের উপর।