নদীয়ার বিভিন্ন আদিবাসী গ্রামে পালিত হলো বিরসা মুন্ডার জন্ম দিবস

Social

মলয় দে নদীয়া:- বিরসা মুন্ডার জন্মদিন পালিত হল নদীয়ার বিভিন্ন এলাকায়। বিরসা মুন্ডার ১৫০ তম জন্ম দিবস পালিত হলো শান্তিপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন পাড়ায়। সারা বছর ধরে আদিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা দিশারীর ঝুমুরিয়া শাখার পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

আলোচিত হলো তার বীরত্বের কাহিনী, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রসঙ্গে।

১৮৭৫ সালে ১৫ই নভেম্বর রাঁচিতে জন্মগ্রহণ করেন বিরসা মুন্ডা। ছোটবেলা থেকেই অত্যাচার, অনাচার সহ্য করতে পারতেন না তিনি, প্রতিবাদী বিরসা মুন্ডা গোলাবারুদ বন্দুকের জবাব দিতেন তীর-ধনুকেই। ফলে অল্প দিনেই তিনি একদিকে যেমন আদিবাসীদের দেবতা হয়ে উঠেছিলেন তেমনি শত্রু হয়ে উঠেছিলেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক শক্তির কাছে। জারকাইল মনমারু গ্রামের কিছু না খেতে পাওয়া মানুষ পেট ভরে খেতে পাওয়ার লোভে তাকে ধরিয়ে দেন। ১৯০০ সালের ৯ জুন মাত্র ২৫ বছর বয়সে রাচি জেলে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলা হয়। এমনকি আদিবাসীদের মৃতদেহ কবরে না দিয়ে তড়িঘড়ি তার মৃতদেহ সৎকার করা হয় আগুনে পুড়িয়ে। কর্ণাটক মহীশূর এখনো বিরসা মুন্ডার জন্ম বার্ষিকী পালন করা হয় সাড়ম্বরে।

Leave a Reply