নদীয়া থেকে সরস্বতী প্রতিমা প্লেনে রওনা দিলো সুদূর আমেরিকায়

Social

মলয় দে নদীয়া :- সরস্বতী পূজা এখনো ঢের দেরি! কিন্তু নদীয়ার শান্তিপুর থেকে সরস্বতী প্রতিমা প্লেনে রওনা দিলো সুদূর আমেরিকায়। সেখানে ছোট্ট ৫ বছরের শিঞ্জিনী খাঁ, জন্মসূত্রে আমেরিকার বোস্টন শহরের বাসিন্দা, সে দেশে কর্মরত বাবা মাও আবেদনের ভিত্তিতে নাগরিক। তবে মা কলকাতার বাবা সঞ্জয় খাঁ নদীয়ার শান্তিপুর শহরের ১৭ নম্বর ওয়ার্ডের যশদানন্দন প্রামানিক স্ট্রিটে ছোট থেকে বড় হওয়া এবং পড়াশোনা শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ে।এর পর যাদবপুর ইউনিভার্সিটি থেকে রসায়ন বিভাগে বিটেক, বায়োটেকনোলজিতে এম টেক তারপর, সেই বিভাগে ই গবেষণার কাজে আমেরিকায় যান আজ থেকে ১৪ বছর আগে।

জন্মসূত্রে কলকাতার স্ত্রী একই যোগ্যতা সম্পন্না, তিনিও গবেষণায় রয়েছেন সে দেশে। একমাত্র কন্যা শিঞ্জিনীর বয়স পাঁচ । আমেরিকায় বাঙ্গালীদের দুর্গাপূজো কালীপুজো অনুষ্ঠিত হলেও, সরস্বতী পুজো বা অন্যান্য বেশ কিছু পুজো ব্যক্তিগত উদ্যোগে বাড়িতে পালিত হয়ে থাকে। শিঞ্জিনী এ যাবৎ কাল সে দেশে কেনা একটি পুতুল দিয়েই সরস্বতী পুজো করতো, তবে মন্ত্র পুজো পদ্ধতি সবই শিখেছে মায়ের কাছ থেকে। দীর্ঘ ৯ বছর বাদে সঞ্জয় বাবু, তার স্ত্রী কন্যাকে নিয়ে শান্তিপুরের বাড়িতে বেড়াতে এসেছিলেন রাস দেখতে। শান্তিপুরের কুমোর পাড়া বিভিন্ন প্রতিমা নির্মাণদেখে ছোট্ট শিঞ্জিনী বাবার কাছে আবদার করে , সরস্বতী প্রতিমা নিয়ে যাওয়ার। সেইমতো একটি চার ফুটের প্রতিমা অর্ডার দিয়েও শেষমেষ নিয়ে যাওয়া হলো না, প্লেনের নিয়ম কানুনে। বাধ্য হয়েই দু ফুটের একটি প্রতিমা, নিয়ে গেলেন।

Leave a Reply