বাঁদনা পরবকে ঘিরে গ্রাম বাংলার ঘর থেকে গোয়াল সেজে ওঠে নানা রঙে

Social

সোশাল বার্তা: সোহরাই/বাঁদনা পরবকে কেন্দ্র করে ২০২৪ এর ৬ই আগস্ট সারা নদীয়া ব্যাপী এই প্রথম আদিবাসী ঐতিহ্যবাহী দেওয়াল চিত্র অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে দিশারী। নদীয়ার আদিবাসী সম্প্রদায়ের শিল্প সংস্কৃতির প্রচার প্রসার এবং তার রক্ষা করার বহন করে চলেছে দিশারী সংঘটন। সোহরাই পরবের একটি মূল্যবান অংশ দেয়াল চিত্র অংকন, যা অবশ্যই রক্ষা করতে হবে এবং নতুন প্রজন্মকে এই চিত্র অঙ্কনে উৎসাহিত করতে ।

বাংলার ঐতিহ্যবাহী আরো একটি পরব হল এই বাঁদনা/ সোহরাই পরব। এই পরবকে ঘিরে গ্রাম বাংলার ঘর থেকে গোয়াল সেজে ওঠে নানা রঙে। গোয়াল এবং গরুকে পূজা করাই এই পরবের মূল উদ্দেশ্য।আর এই পরবের একটি বিশেষ অংশ হল দেওয়াল চিত্র। নদীয়ায় কয়েকটি গ্রামে এই পরব ঘটা করে হলেও দেওয়াল চিত্র বিলুপ্ত।
দিশারী সংস্থার ঝুমুরিয়া গবেষণা কেন্দ্রের প্রতিনিধিরা গত ২৭ সে নভেম্বর থেকে রং তুলি নিয়ে সমস্ত গ্রামগুলোতে পৌঁছে গিয়ে গ্রামবাসীদের সাহায্য করছেন ঐতিহ্যবাহী দেয়াল চিত্র অঙ্কন করতে। সাথে পরব এবং চিত্র সম্বন্ধে তাদেরকে সজাগ করছেন।

সংগঠনের অন্যতম মানসী দাস জানান, এই ঐতিহ্যবাহী বিলুপ্ত সংস্কৃতির এবং তার প্রচার ও প্রসারের প্রয়াসে আপনারা আমাদের এবং নদীয়ার আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকুন ,আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এক অজানা অধ্যায় জানতে পারবেন নদিয়া এবং বাংলার অন্যান্য রাজ্যের সাধারণ মানুষ।

Leave a Reply