দেবু সিংহ,মালদা:নদীতে স্নান করতে নেমে নিখোঁজ এক কিশোর। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক থানার গোপালপুর অঞ্চলের সাহাবাত টোলা গঙ্গা নদীর ঘাটে।
জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম রেহান শেখ (১১) বাড়ি মানিকচকের গোপালপুর শান্তিমোড়। বুধবার সকালে গ্রামের তিন জন কিশোর গঙ্গা নদীতে স্নান করতে যায়। এরপরই স্নান করার সময় হঠাৎ নদীর স্রোতে গঙ্গায় তলিয়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার আইসি পার্থসারথি হালদারের নেতৃত্বে পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজে নেমে পড়েন।
অন্যদিকে, স্থানীয় মানুষজনের সহযোগিতায় তল্লাশি অভিযান শুরু করা হয়। তবে পুলিশের তৎপরতায় সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে।যদিও এই নাবালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।