মলয় দে নদীয়া:-পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শান্তিপুর পরিবেশ ভাবনার মঞ্চ ও নদীয়ার যুগবার্তা একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ভাইফোঁটার পবিত্র দিনে গাছের গায়ে ফোঁটা দিয়ে তারা গাছ বাঁচানো ও গাছ লাগানোর জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের সদস্যবৃন্দ, স্থানীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পরিবেশ সচেতন ব্যক্তিরা। ফোঁটা দেওয়ার পর, সকলেই গাছের পরিচর্যা এবং পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, “ভাইফোঁটা হল প্রিয়জনের মঙ্গল কামনার একদিন, আর গাছই আমাদের প্রিয়জনের মতো। তাই গাছের গায়ে ফোঁটা দিয়ে আমরা প্রকৃতির মঙ্গল কামনা করছি।”
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও গাছ লাগানো এবং গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করেছেন।